তোমারি জন্যি লাগলো ঘরে অগ্নি

রম্য রচনা (জুলাই ২০১৪)

পুলক বিশ্বাস
  • ১১
আমার হয়েছে যতো জ্বালা
বউ আমার বোঝে না গদ্য, ছন্দ-পদ্য
কবিতা কোন মেয়ে হবে পাশের ফ্ল্যাটের
এই ভেবে নিয়ত করে ঝালাপালা।
তেড়ে আসে আমার দিক, হাতে যা’ থাকে ছুঁড়ে এদিক ওদিক।
কবিতা মনে হয় ঐ মেয়েটা, ভাবে আমার বউ
পাশের বাড়ির সবিতা’র বোন ছিল যে একটা কবিতা
জানতো না বুঝি কেউ?
ছিল যেমন রূপের জারিজুরি, কম নয় তার কেলেংকারী,
বলে আমার বধূ।
একদিন এক অনুষ্ঠানে ক’জন বঁধু
মিলে হচ্ছিল জম্পেস আড্ডা।
বউ আমার জেনে গেল তথায় কবিতা
নামের আছে ঐ মেয়েটা।
তেড়ে এসে ধরে আমার বাঁহাতখান, দিলো হ্যাঁচকা টান।
বলে, যেভাবে প্রতিমাসে গয়না বদল করে
সেভাবে এবার বদলাবে আমারে।
আমার জন্যে না-কি ঘরের
তিনটে তালাই থাকবে লক
দেখবে সে কিভাবে আমি,
কবিতার সাথে করি বক বক।
বুঝতে আমার সময় লাগে
বড় বেশি আজকাল
রহস্যের জট খুলবে না
রাত পেরিয়ে না হলে সকাল।
দয়া করো প্রিয়া কবিতা আমার
সংসারটা আর করো না তুমি ছারখার।
তোমার সাথে ইটিশ-পিটিশ (প্রণয়কলহ) যা’ই হোক
পায়ে ধরি, না জানে যেন অন্য লোক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইদুল আলম সিদ্দিকী ভালো লাগলো লেখাটি
আশাব্যঞ্জক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মাইদুল ভাই। শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন। আশীষ করবেন সবসময় এ প্রত্যাশা করি।
G Barman চমৎকার রম্যকবিতা লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন। শুভকামনা অবিরত জানবেন।
একরাশ শুভেচ্ছা আপনাকে মন্তব্যের জন্যে। নিরন্তর শুভকামনা থাকলো।
শিপু চৌধুরী খুবই সুন্দর, রম্যকবিতার মতোই হয়েছে। বউ এবং কবিতাকে পাশাপাশি রাখবেন। দেখবেন সব লেটা চুকে গেছে। অনেক শুভেচ্ছা আপনাকে কবি।
অসাধারণ উপমদশ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মিস শিপু, শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।
এই মেঘ এই রোদ্দুর হাহাহাহাহাহ খুব মজার হয়েছে। বউ এর কাছে সাবধান কবিতা কিন্তু কবিতা নয় তার মধ্যেও সুর ছন্দ আর রূপের যাদু আছে । শুভকামনা
আশাব্যঞ্জক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন। আশীষ করবেন সবসময় এ প্রত্যাশা করি।
M Khan বেশ রসবোধ আপনার। আমার খুব ভালো লেগেছে। শুভকামনা অবিরত জানবেন।
খান ভাইকে নিরন্তর শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়।
মালেক জোমাদ্দার পুলক ভাই সুন্দর এবং ভোট দিলাম .শুভকামনা রইলো
খুবই খুশি হলাম মালেক ভাই। পাশে থাকবেন সবসময় এ আশাই করি। অনন্ত শুভকামনা রইলো।
সহিদুল হক বেশ রম্যতা আছে কবিতায়। ভাল লাগলো। শুভ কামনা জানাই।
শহীদুল ভাইকে একরাশ শুভেচ্ছা। খুবই প্রীত হলাম মন্তব্যে। নিরন্তর শুভকামনা থাকলো।
নেমেসিস কবিতা আর সংসার -- কবেইবা ছিল একাকার!
ধন্যবাদ শবনম আপু। খুবই প্রীত হলাম মন্তব্যে। অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়
দীপঙ্কর বেরা ভালই ত লেখা । হাসিও ।
ধন্যবাদ দীপঙ্কর দা। অনেক শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন সতত।

০১ মে - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪